For sale by: Admin, 28 Dec 2021 06:25 AM Location: Dhaka, Dhaka,
Negotiable
পদক্ষেপ এনজিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদক্ষেপমানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬সালে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটিবেসরকারী সংস্থা (ঘএঙ) যামাইক্রোক্রেডিট রেগুলেটরিঅথরিটি (গজঅ) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (চকঝঋ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবেপুরষ্কারপ্রাপ্ত এবং বিভিন্ন জাতীয়ও আর্ন্তজাতিক সংস্থা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। ‘পদক্ষেপতারঅভীষ্ট জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ওজীবনযাত্রারগুণগত মান উন্নয়নে অবদানরাখার লক্ষ্যে সমগ্র দেশব্যাপী ‘সমন্বিতউন্নয়ন কৌশল (ঐউঅ)’ অবলম্বনকরে ক্ষুদ্রঅর্থায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পশুসম্পদও বিভিন্ন সামাজিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নকরছে। চট্টগ্রামও সিলেট বিভাগীয় এলাকায়সংস্থার চলমান ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচীরআওতায় ব্রাঞ্চ পর্যায়ে নিম্নোক্ত নিয়মিত পদে নিয়োগেরলক্ষ্যে উক্ত দুটি বিভাগেরস্থায়ী বাসিন্দা/নাগরিকদের থেকে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, ঢাকা এর বরাবরদরখাস্ত আহবান করা হচ্ছে।
পদেরবিবরণ : পদের নামঃ কমিউনিটি ম্যানেজার পদ সংখ্যাঃ ২১০টি প্রোগ্রামঃ
ক্ষুদ্রঅর্থায়ন কর্মসূচী কর্মস্থলঃ বিভাগ/জেলা/ উপজেলা/থানা পর্যায়
প্রাথীর বয়স ও যোগ্যতা : ২৪ থেকে ৩২ বছর। এইচএসসি বা সমমান পাশ।
তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তৃতীয় বিভাগ
কিংবা জিপিএ ২.০০ এর কম ফলাফল গ্রহণযোগ্য
নয়। এইচএসসি পাশের অধিক শিক্ষাগত যোগ্যতা
সম্পন্ন এবং ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রমে অভিজ্ঞদের
অগ্রাধিকার দেওয়া হবে। নিজস্ব বাইসাইকেল থাকা ও
কম্পিউটারের কাজ জানা আবশ্যক। বৈধ ড্রাইভিং
লাইসেন্স ও কাগজপত্রসহ নিজস্ব মোটরসাইকেল
থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত
হবে।
ক) চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায়
শিক্ষানবীশকালীন ২১,৬০১/-,শিক্ষানবীশকাল
শেষে ২৩,১৮২/- টাকা। খ) অন্যান্য সিটি
কর্পোরেশন/ হাওর/ উপকূলীয় এলাকায়
শিক্ষানবীশকালীন২০,৮০১/-,
শিক্ষানবীশকাল শেষে ২২,৩৮২/- টাকা। গ)
উপজেলা/পল্লী এলাকায় শিক্ষানবীশকালীন
২০,১০১/-, শিক্ষানবীশকাল শেষে
২১,৬৮২/-টাকা।
বিস্তারিত জানতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুণ
Similar ads